শনিবার, ৫ অক্টোবর ২০১৯
রাবিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মশাল মিছিল
Home Page » প্রথমপাতা » রাবিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মশাল মিছিলবঙ্গ-নিউজঃরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাকসু ভবনের সামনে থেকে ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি রাশেদ রিমন বলেন, ‘শহীদ জোহা স্যার, শহীদ সমাদ্দার স্যারকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক সময় গর্ব করতেন কিন্তু বর্তমানের উপাচার্যের স্বাধীনতা বিরোধী বক্তব্য এবং উপ-উপাচার্যের নিয়োগ বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার তাই কোন বিলম্ব ছাড়া তাদের পদত্যাগের দাবি করছি। দ্রুত পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচির ডাক দিব আমরা।’
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘জয় হিন্দ বলার জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দুর্নীতির অভিযোগ ওঠা সহ-উপাচার্যকে অপসারণ করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন করবো। আমাদের ইউজিসি যেন এসব দুর্নীতির অনুসন্ধান করে আসল বিষয়টি সবার সামনে তুলে ধরে।’
এর আগে গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শেষে উপাচার্যে দেয়া বক্তব্যের শেষে ‘জয় হিন্দ’ বলে স্লোগান দেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ৩০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এ প্ল্যাটফর্মটি।
বাংলাদেশ সময়: ২২:৩৫:১৯ ৫০৯ বার পঠিত # #অনিয়ম #আন্দোলন #দুর্নীতি #মশাল মিছিল #রাজশাহী বিশ্ববিদ্যালয়