শনিবার, ৫ অক্টোবর ২০১৯
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নির্বাচনী এলাকায় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ
Home Page » প্রথমপাতা » শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নির্বাচনী এলাকায় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ- হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। তিনদিন ব্যাপী সফরের প্রথম দিন শনিবার সকালে গুলশানের বাস ভবন থেকে রওনা হয়ে এসে ভাঙ্গা ও সদরপুরের বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শণ করেন তিনি।
এসময় কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য কামরুজ্জামান কাফী, এম হক বাবু, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ তালাশ মাহাবুব বুখারী, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, কাজী জাফর উল্লাহ্’র সহকারী একান্ত সচিব ও ভাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মামুনার রশিদ মামুন, সাধারণ সম্পাদক শেখ শাহিন সহ ভাঙ্গা ও সদরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সফরকালীন সময়ে কাজী জাফর উল্লাহ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা পূজা মন্ডপ পরিদর্শণ করে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭:৩২:১১ ৭৪৫ বার পঠিত #শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নির্বাচনী এলাকায় আ’লীগের প্র