শনিবার, ৫ অক্টোবর ২০১৯
সমগ্র হাওরবাসীকে হাসুস প্রধান জীবন কৃষ্ণ সরকারের শারদীয়া শুভেচ্ছা
Home Page » প্রথমপাতা » সমগ্র হাওরবাসীকে হাসুস প্রধান জীবন কৃষ্ণ সরকারের শারদীয়া শুভেচ্ছা
স্টাফ রিপোর্টারঃ দেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।বলা হয়ে থাকে দুটি ঈদ বাদে শারদীয় দুর্গোৎসব দেশের জন্য অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।এই উৎসবে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান সকলে আনন্দে মেতে ওঠে অসাম্প্রদায়িক চেতনায়।সনাতন ধর্মাবলম্ভীদের চলমান দুর্গোৎসবে সমগ্র হাওরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিছেন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।
আমাদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।এসময় তিনি দেবী দুর্গার কাছে হাওরের সকলের জন্য মঙ্গল কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৩:৩০:৪৬ ৯১৪ বার পঠিত