শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Home Page » প্রথমপাতা » গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহতবঙ্গ-নিউজ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মনির শেখ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির শেখ উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঠোলনার পাড় গ্রামের নান্নু শেখের ছেলে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, সন্ধ্যায় মনির শেখ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।পথে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের দাসেরহাটে সামনে থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২১:২৪:৫৪ ৪৭৮ বার পঠিত