শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

বাঘ ও ষাঁড়ের মুখোশ পরে ডাকাতি

Home Page » এক্সক্লুসিভ » বাঘ ও ষাঁড়ের মুখোশ পরে ডাকাতি
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাতে দোকানে লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিল বাঘ ও ষাঁড়ের মুখোশ। সকলকে বোকা বানিয়ে ভেতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা। চুরি যাওয়া গয়নার মোট অর্থমূল্য ১৩ কোটি টাকা।

ঘটনা ভারতের তামিলনাডুর তিরুচিরাপল্লির। সেখানকার জনপ্রিয় ললিতা শোরুমের একদিকের দেওয়াল ফুটো করে ঢুকে পড়ে ঐ দুই ডাকাত। মঙ্গলবার রাতে দোকানে লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিল বাঘ ও ষাঁড়ের মুখোশ।

দোকানের অন্যতম মালিক কিরণ কুমার জানিয়েছেন, ‘সব মিলিয়ে ৩০ কেজি ওজনের ৮০০টির মতো সোনা ও প্লাটিনামের গয়না ডাকাতি হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি টাকা’

আরো পড়ুন: দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিতাগর কেড়ে নিল ৯ প্রাণ

পুলিশ জানিয়েছে, কুকুররা যাতে কোনো গন্ধ না পায়, সেজন্য তারা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গিয়েছে। অথচ ঐ শোরুমে প্রহরারত ছিল ছয় জন রক্ষী। তাদের সবাইকে বোকা বানিয়ে ভিতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা

বাংলাদেশ সময়: ২:২০:২৭   ৫৪৯ বার পঠিত   #  #  #  #  #