শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

পাচারের আগেই ৪০ লাখ টাকার স্বর্ণসহ একজন ধরা

Home Page » প্রথমপাতা » পাচারের আগেই ৪০ লাখ টাকার স্বর্ণসহ একজন ধরা
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বারসহ আলম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আলম সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউপির লক্ষিদাড়ি গ্রামের রজব আলী শেখের ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে চোরাকারবারি আলমকে আটটি স্বর্ণের বারসহ আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার স্বর্ণের বারের ওজন প্রায় এক কেজি (৯৯৩ গ্রাম)। যার বাজার মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা। আলমের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১:১৫:৫৭   ৬০৩ বার পঠিত   #  #  #