শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
দৌলতপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু
Home Page » প্রথমপাতা » দৌলতপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যুবঙ্গ-নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমরান হোসেন (২৭) নামে এক কলেজছাত্র মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইমরান দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচাতো ভাই লিটন হোসেন বলেন, তিনদিন আগে ইমরান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে দৌলতপুর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ০:১৩:২৪ ৭৬০ বার পঠিত # #এডিস মশা #কুষ্টিয়া #জ্বর #ডেঙ্গু #ডেঙ্গুতে মৃত্যু