বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

হরিণাকুণ্ডে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ড

Home Page » সারাদেশ » হরিণাকুণ্ডে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদন্ড
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯



ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের সোহেল রানা ( ১৮) নামে এক যুবককে ইভটিজিংয়ের দায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।কারাদণ্ড প্রাপ্ত সোহেল রানা ঐ গ্রামের আশিরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ঐ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৫   ৫১১ বার পঠিত   #