বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

টি-টোয়েন্টিতে অ্যালিসা হিলির বিশ্বরেকর্ড

Home Page » এক্সক্লুসিভ » টি-টোয়েন্টিতে অ্যালিসা হিলির বিশ্বরেকর্ড
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। সম্পর্কে তিনি অজি পেস তারকা মিচেল স্টার্কের স্ত্রী।

বুধবার নর্থ সিডনি ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তিনি এই রেকর্ড করেন। ৪৬ বলেই শতরান পূর্ণ করেন তিনি। যা নারীদের ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ৬১ বলে অপরাজিত থাকেন ১৪৮ রানে।

এর আগে নারীদের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ারই মেগ ল্যানিংয়ের। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে অপরাজিত ছিলেন ল্যানিং।

বুধবার সতীর্থের রেকর্ডকেই ছাপিয়ে যান অ্যালিসা হিলি। তার ইনিংসে ছিল ১৯টি চার ও সাতটি ছয়। অজি অধিনায়ক ল্যানিং নন-স্ট্রাইকার প্রান্ত থেকে দেখলেন তার রেকর্ড টপকে যাচ্ছেন অ্যালিসা।

অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২২৬ রান করতে সখ্যম হয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রান করতে সক্ষম হন শ্রীলংকা নারী দল।

১৩২ রানের ব্যবধানে জয় লাভ করে অস্ট্রেলিয়া। ৩-০ তে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৪৭   ৪৮৪ বার পঠিত   #  #  #  #  #