বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে আটক ২২

Home Page » প্রথমপাতা » রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে আটক ২২
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৮২ গ্রাম হেরোইন, ৫ ক্যান বিয়ার ও ৪৪২ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৯   ৪০৮ বার পঠিত