বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
Home Page » প্রথমপাতা » ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
বঙ্গ-নিউজঃ ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ আক্টোবর) সকাল ১০টায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মল্লিকবাড়ি ব্রিজ এলাকায় গভীর রাতে ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালায় থানা পুলিশ। ডাকাতদল টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সহযোগীরা পালিয়ে গেলেও বেশকিছু দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে আটক করা হয়। পরে আহত সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দামের বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১:০৯:০৫ ৪৩৯ বার পঠিত