বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
মায়ের কোল থেকে মৃত্যুর কোলে
Home Page » প্রথমপাতা » মায়ের কোল থেকে মৃত্যুর কোলেবঙ্গ-নিউজঃ বড় সন্তানকে চিকিৎসা করিয়ে রিকশাযোগে স্ত্রী ও আরো এক সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন আহসান উল্লাহ। কিন্তু পথে রিকশাটিকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। সামলাতে না পেরে রিকশা থেকে চারজনই ছিটকে পড়েন। এতে নিহত হয় তাঁদের কন্যাশিশু আরবি (৩)। অন্য তিনজন গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও পুরাতন ট্রাকস্ট্যান্ড এলাকায়।
এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খান বলেন, ঘটনার পর ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০:০১:১২ ৭৮১ বার পঠিত