বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Home Page » প্রথমপাতা » সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ঢাকার সাভারে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন প্রাইভেটকার আরোহী এক ব্যক্তি।

নিহত কাজী সেলিমুর রহমান (৪৭) সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের স্বামী। খালেদাকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে থাকা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সাহা বলেন, “সাভারগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন উঠে গিয়ে বিপরীতে দিকে থাকা ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটায়।”

এতে প্রাইভেটকারের আরোহী সেলিম ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত খালেদাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ জব্দ করলেও এর চালক পলাতক বলে জানান এএসআই অজিত।

এই দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১:৫৬:৪৯   ৪৯৩ বার পঠিত   #  #  #  #  #