বুধবার, ২ অক্টোবর ২০১৯

ঝিনাইদহে আবারো ভেটেরিনারি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Home Page » এক্সক্লুসিভ » ঝিনাইদহে আবারো ভেটেরিনারি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বুধবার, ২ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ঝিনাইদহে আবারো সড়ক অবরোধ করেছে সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে এই অবরোধে অংশ নেয় তারা।

এর আগে বুধবার সকাল ১১টা থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে কলেজের সামনে অবরোধ শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা।

গত বুধবার ক্লাস-পরীক্ষা চালু ও এনওসি পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করে তারা। সেসময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের মঙ্গলবার পর্যন্ত দেয়া আল্টিমেটামের পরও অনাপত্তিপত্র না দেয়ার কারণে বুধবার আবারো সড়ক অবরোধ করে তারা।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৩৯   ৭১৮ বার পঠিত   #  #  #  #  #  #