মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯

র‍্যাবের হাতে ধরা দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী

Home Page » প্রথমপাতা » র‍্যাবের হাতে ধরা দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃকক্সবাজারের উখিয়ায় এক হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থাইংখালী বাজারের পাশে তাজনিমার খোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১১ এর আওতাধীন ডি দুই শেড এর মনসুরের ছেলে জহুর আলম ও টেকনাফের নয়াপাড়া মুছুনি এলাকার নুরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক লে. (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব জানান, ইয়াবা বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক জুহুর ও মঞ্জুরুলকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৪৬   ৬৯১ বার পঠিত   #  #  #  #