মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯

পদত্যাগ না করলে সর্বাত্মক ধর্মঘট

Home Page » এক্সক্লুসিভ » পদত্যাগ না করলে সর্বাত্মক ধর্মঘট
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল বুধবার ও আগামী বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আয়োজিত ‘উপাচার্যকে কালো

পতাকা প্রদর্শন’ শীর্ষক এক কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ‘উপাচার্যের পদত্যাগের আলটিমেটাম শেষ হতে চলেছে। কিন্তু উপাচার্য এখনো পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রতি কর্ণপাত করেননি। আমরা উপাচার্যকে জানাতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ের জন্য যে দুর্নীতির চ্যাম্পিয়নের খেতাব নিয়ে এসেছেন তা আমাদের জন্য লজ্জার। আপনি আমাদের এই লজ্জা থেকে মুক্তি দিন। আর মাত্র এক দিন সময় আছে। তা না হলে আগামীকাল (মঙ্গলবার) দুপুরে এই খানে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের পক্ষ থেকে আপনাকে লাল কার্ড দেখানো হবে। আর আগামী ২ ও ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালিত হবে।’

এ সময় শিক্ষকদের মধ্যে অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে ১ পর্যন্ত শহীদ মিনারের পাদদেশে গণসংগীতের আয়োজন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০:২৭:১৯   ৬৪৪ বার পঠিত   #  #  #  #