মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯

চাঁদপুরে ট্রলারডুবি, বেঁচে গেলেন সাত জেলে

Home Page » প্রথমপাতা » চাঁদপুরে ট্রলারডুবি, বেঁচে গেলেন সাত জেলে
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  চাঁদপুরে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও দমকল কর্মীরা।

সোমবার রাতে জেলা শহরের বড়স্টেশন মোলহেড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে মোলহেড অতিক্রমের সময় প্রচণ্ড ঘূর্ণিতে পড়ে জেলেদের ট্রলারটি ডুবে যায়।

চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবু তাহের জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ভোলার মনপুরা থেকে মাছ ধরে সাত জেলে ট্রলারযোগে ফিরছিলেন। তাদের বহনকারী ট্রলারটি চাঁদপুরের মোলহেড অতিক্রমের সময় প্রচণ্ড ঘূর্ণি্তে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই জেলে সাঁতার কেটে তীরে উঠলেও পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে তাদেরও উদ্ধার করা হয়।

ওসি জানান, স্থানীয় জেলেদের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রলারের সাত জেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনার শিকার জেলেদের বাড়ি শরীয়তপুরের সখিপুর এলাকায় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০:১২:৫৭   ৯১৮ বার পঠিত   #  #  #  #  #  #