সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

কালিয়াকৈরে অত্যাচার, নির্যাতন ও প্রান নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Home Page » অর্থ ও বানিজ্য » কালিয়াকৈরে অত্যাচার, নির্যাতন ও প্রান নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯



---

 

বঙ্গ ‍নিউজ ডটকম: গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ আলীম ও তার সহযোগীদের অত্যাচার, নির্যাতন ও প্রাননাশের হুমকির প্রতিবাদে সোমবার দুপুরে কালিয়াকৈরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগী পরিবার। তাদের হুমকিতে এখন পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহরিয়ার সুজন ও বুলবুল হোসেন জানায়, সম্প্রতি উপজেলার বাড়ইপাড়া-মহরাবহ সড়কের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে ওই সাবেক চেয়ারম্যান আলীমের সঙ্গে তাদের বিরুধের সৃষ্টি হয়। পরে ওই সাবেক চেয়ারম্যান ও তার সহযোগীরা উপজেলার গোসাত্রা এলাকার হাতেম আলীর ছেলে শাহরিয়ার সুজনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় তাকে প্রাননাশের হুমকি দেন তারা। এছাড়া সুজনের মায়ের কাছ থেকে জোরপূর্বক ৬টি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন। পরে তার মাকেও হুমকিদামকিসহ নানা ভয়ভীতি দেখান তারা। অপর ভুক্তভোগী বুলবুলকে গাজীপুরের এসপি’র নাম ভাঙ্গিয়ে একটি মামলার নাম কেটে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি ওই চেয়ারম্যানের লোকজন। পরে বাধ্য হয়েই বুলবুল তাদের ১০ হাজার টাকা দিয়ে দেন। কিন্তু এতেও তিনি রেহায় পাননি। এ বিষয়গুলো গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কে অবহতি করলে তাদের কালিয়াকৈর থানায় পাঠানো হয়। কিন্তু কালিয়াকৈর থানা পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তারা পালিয়ে বেড়াচ্ছেন। এমন কি তাদের ভয়ে ওই সুজন তার নবাগত সন্তানকেও দেখতে যেতে পারছেন না।

বাংলাদেশ সময়: ২২:২৯:৫১   ৪৯৫ বার পঠিত