সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

সিলেটে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

Home Page » আজকের সকল পত্রিকা » সিলেটে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি


 বঙ্গ-নিউজঃ সিলেটে ট্রাকচাপায় সোহান আহমদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরতলীর তেমুখী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান জালালাবাদ থানাধীন কুমারগাঁওয়ের গৌছ মিয়ার ছেলে ও মদন মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন জানান, নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে ক্লাস শেষ করে অটোরিকশা যোগে কুমারগাঁওয়ে বাসায় ফিরছিলেন সোহান। তেমুখী পয়েন্টে পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে সোহান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২:২১:৪৯   ৯০২ বার পঠিত   #  #  #  #