সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

ঢাকার বাইরে নতুন ডেঙ্গু আক্রান্তের আড়াই গুন

Home Page » প্রথমপাতা » ঢাকার বাইরে নতুন ডেঙ্গু আক্রান্তের আড়াই গুন
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ডেঙ্গু আক্রান্তের তালিকায় নতুন করে আরও ৩৪৮ জন যুক্ত হলো। ঢাকার বাইরে নতুন করে আক্রান্তের সংখ্যা আড়াই গুণ বেড়েছে। তবে সোমবার ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসেবে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত সোমবার নতুন করে আরও ৩৪৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।

কিন্তু সোমবার আগের দিনের তুলনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। সকাল আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ২৪৮ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৮৭ হাজার ৯৫৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৬ হাজার ২৪১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৫৫ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৯২৬ জন রোগী চিকিৎসাধীন আছে।

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৫   ৮৭৪ বার পঠিত   #  #  #  #  #