বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৩

” সিদ্ধান্তহীনতায় শেষ পিএসসি’র বৈঠক”

Home Page » জাতীয় » ” সিদ্ধান্তহীনতায় শেষ পিএসসি’র বৈঠক”
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৩



psc-sm20130711080616.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  সম্প্রতি প্রকাশিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সিদ্ধান্তহীনতায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বৈঠক শেষ হয়েছে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে ‘করণীয় নির্ধারণে’ বৃহস্পতিবার পিএসসি কার‌র্য্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পিএসসি’র চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী বিকেলে সাংবাদিকদের বলেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে আবারো বৈঠক হবে।

গত সোমবার ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর তা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এবারই প্রথম প্রিলিমিনারিতে কোটা বরাদ্দ রেখে ফল প্রকাশ করা হয়, যেখানে ১২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

এই ফল বাতিলসহ সব ধরনের কোটা বাতিল চেয়ে বুধবার থেকে শাহবাগ অবরোধ শুরু হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। বুধবারই পিএসসি ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়।

কত দিনের মধ্যে এই ফল পুনর্মূল্যায়ন করা হবে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান বলেন, বেশি দিন সময় লাগবে না।

এবার প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ফল বাতিল না করা পর্য্যন্ত বঞ্চিতরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:২৬:৩৫   ৪১৫ বার পঠিত