সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

Home Page » প্রথমপাতা » যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যেসব ব্যক্তি দীর্ঘ দিন তাদের ফোনের মডেল পরিবর্তন করেননি তাদের জন্য আরও একটি দুঃসংবাদ দিয়েছে হোয়াটসঅ্যাপ। ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর আইফোন ও অ্যান্ড্রয়েডের নির্দিষ্ট কিছু ভার্সনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, আইফোনের আইওএস ৮ সংস্করণের মডেলের ফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর হোয়াটসঅ্যাপ ইনস্টল করা যাবে না বা আপডেট করাও যাবে না। তাই এসব ব্যবহারীকে কমপক্ষে আইওএস ৯ সংস্করণ বা এর বেশি সংস্করণের আইফোন ব্যবহার করতে হবে। খবর খালিজ টাইমসের

বিবৃতিতে আরও বলা হয়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর অ্যান্ড্রয়েডের ২, ৩ ও ৭ সংস্করণের ফোনে হোয়াটসঅ্যাপের নতুন কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না বা আগের অ্যাকাউন্টও আপডেট করা যাবে না।

এসব মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের জন্য হোয়াটসঅ্যাপ পরবর্তীতে আর কোনো সেবা দেবে না বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৩   ৬২০ বার পঠিত   #  #  #  #  #