সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

বিহারে বন্যায় ২৭ জনের মৃত্যু

Home Page » প্রথমপাতা » বিহারে বন্যায় ২৭ জনের মৃত্যু
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ কয়েক দিনের ভারী বৃষ্টিতে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিত হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের। পাটনার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

বিহারে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী পাটনা। সেখানে অনেক এলাকা পুরোপুরি ডুবে গেছে, স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পাটনার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। অনেক বাসিন্দাই এখনও নিজেদের বাড়িতে আটকা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে পৌরসভার কর্মীরা।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, আবহাওয়া অধিদফতরও প্রকৃতির মতিগতি বুঝতে ব্যর্থ হচ্ছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পূর্বাভাস দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৩   ৫৫৬ বার পঠিত   #  #  #  #