সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
আবার এক সঙ্গে দীপিকা-রণবীর! গুঞ্জন তুঙ্গে
Home Page » প্রথমপাতা » আবার এক সঙ্গে দীপিকা-রণবীর! গুঞ্জন তুঙ্গে
বঙ্গ-নিউজঃ আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের প্রেম এখন বলিউডের সবারই জানা। এদিকে বলিউডের আরেক অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সংসার জীবন বেশ ভালই কাটছে। তবে আবারো দীপিকা আর তার পুরনো প্রেমিক রণবীর কাপুর এক হচ্ছেন!
তবে তাদের এই এক হওয়া রিয়েল লাইফে নয়, রিল লাইফেই। বলিপাড়ায় এমনই গুঞ্জন এখন তুঙ্গে। ‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত লাভ রঞ্জনের পরিচালনাতেই আবার একসঙ্গে ফিরতে পারেন তারা।
পরিচালকের পরবর্তী ছবিতে রণবীর যে থাকছেনই তা বহু আগেই প্রোডাকশনের তরফে জানান হয়েছিল। ছবিতে থাকছেন অজয় দেবগণও। কিন্তু রণবীরের বিপরীতে কে থাকবেন তা নিয়েই যত ফিসফাস।
তবে বিশেষ সূত্র বলছে, অনেক আগেই ওই ছবি সাইন করেছেন দীপিকা। কিন্তু এখনই তা জনসমক্ষে বলতে নারাজ পরিচালক থেকে অভিনেতা। কিছু দিন আগে নাকি পরিচালকের অফিস থেকে দু’জনকে বেরোতেও দেখা গিয়েছে। সিনেমার নাম কী হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
অন্যদিকে শনিবারই ছিল রণবীরের জন্মদিন। গার্লফ্রেন্ড আলিয়ার সঙ্গে চুটিয়ে পালন করেছেন বার্থ-ডে। দীপিকাও ব্যস্ত তার অন্যান্য ছবির শুটিং নিয়ে।
মেঘনা গুলজারের ‘ছপক’-এর কাজ কিছু দিন আগে শেষ হয়েছে। অন্যদিকে তার ‘লাভ ইফ লাইফ’ রণবীর সিংহের সঙ্গেও অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে দীপিকাকে। সৌজন্যে কবির খান পরিচালিত ছবি ‘৮৩’।
বাংলাদেশ সময়: ৯:৪৮:৪১ ৬৭১ বার পঠিত # #কাপুর #দীপিকা #পাড়ুকোন #বলিউড #বিনোদন #ভারত #রণবীর