রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
Home Page » আজকের সকল পত্রিকা » ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
বঙ্গ-নিউজঃ ফরিদপুরের চাঞ্চল্যকর জাহিদুল খাঁ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ রায় দেন। আটজন আসামির মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকার জাহিদুল খাঁকে তাস খেলা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন আসামিরা। নিহতের স্ত্রী জিয়াসমিন বেগম বাদী ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করেছিলেন।
ফরিদপুর জজ কোর্টের পিপি এডভোকেট দুলাল চন্দ্র সরকার জানান, রাষ্ট্রপক্ষে তিনি মামলাটি পরিচালনা করেন। আসামিপক্ষের কৌসুলী ছিলেন এডভোকেট সাঈদুন্নবী ও এডভোকেট নারায়ন চন্দ্র দাস। মামলার রায়ে আসামি আকাশ শেখ, সাইফুল শেখ, হাসেম শেখ, জাহিদ ও জুয়েল বেপারীকে ফাঁসির আদেশ দেন আদালত। এর মধ্যে আকাশ শেখ পলাতক।
বাংলাদেশ সময়: ১৯:৫৮:১০ ৬৩৭ বার পঠিত #ফরিদপুর #ম্রিত্তুদন্ড #হত্যা মামলা