রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
ডেঙ্গুতে শেবাচিম হাসপাতালে নারীর মৃত্যু
Home Page » প্রথমপাতা » ডেঙ্গুতে শেবাচিম হাসপাতালে নারীর মৃত্যু
বঙ্গ-নিউজঃ ডেঙ্গুতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধনা রানি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাধনা রানি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র হালাদারের স্ত্রী।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাধনা রানি। চিকিৎসকরা তাঁর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েছেন। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। আজ সকালে মারা গেছেন তিনি।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১১ জন রোগীর মৃত্যু হলো।
ডা. বাকির আরো জানান, চলতি বছরের ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই হাজার ৫১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে দুই হাজার ৪৩৭ জন চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১২ জন। চিকিৎসা নিয়েছেন ১৫ জন। হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০৪:৪৮ ৫৯৯ বার পঠিত # #বরগুণা #বরিশাল #বাংলাদেশ #শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে