বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৩
দুর্বা ঘাসের স্বপ্ন - শারমিন শান্তা
Home Page » সাহিত্য » দুর্বা ঘাসের স্বপ্ন - শারমিন শান্তাশারমিন শান্তা
…………….
আমি স্বপ্ন দেখি নতুন বাংলার
যেখানে শকুন খায় না মানব মস্তক,
রাস্তায় পড়ে থাকে না বেওয়ারিশ লাশ |
আমি স্বপ্ন দেখি নতুন বাংলার
যেখানে ফুল হাতে দৌঁড়ায় না শিশু ,
একমুঠো অন্নের আশায় |
আমি স্বপ্ন দেখি নতুন বাংলার
যেখানে ক্ষমতার লোভে মানুষ হয় না পশু,
সন্তান চিঁড়ে বাপের বুক |
আমি স্বপ্ন দেখি নতুন বাংলার
যেখানে বিকারগ্রস্ত মানসিকতায় ধর্ষিত হয় না,
অসহায় নারীকূল |
বাংলাদেশ সময়: ১৬:১২:০৬ ৭১৫ বার পঠিত