শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীতে মহালয়া পালিত
Home Page » প্রথমপাতা » রাজধানীতে মহালয়া পালিত
বঙ্গ-নিউজঃ আজ শনিবার শারদীয় দুর্গোৎসবের মহালয়া। আজ থেকে দেবীপক্ষের শুরু। এদিন মর্ত্যে দেবীর আগমনের সঙ্গে সঙ্গেই সূচনা হয় মাতৃপক্ষের। আর সেই মাতৃপক্ষকে বরণ করে নিলো রাজধানীসহ বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা।
আজ ভোরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মণ্ডপে পূজা ও ভক্তির মাধ্যমে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা।
মহালয়া মানেই আর ছয়দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। আগামী চার অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পাবেন।
রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে ভোর থেকেই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়া পালিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে নেমে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
রাজধানীর বনানী পূজা মণ্ডপে সকালে মহালয়ার আয়োজন করা হয়। অন্যদিকে ঢাকেশ্বরী মন্দিরে ভোরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মহালয়া উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।
বাংলাদেশ সময়: ১১:৩৯:৪৪ ৭৭২ বার পঠিত # #পূজা #রাজধানী #শারদীয় দুর্গোৎসবের মহালয়া