বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৩
চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছড়িয়ে পড়েছে আন্দোলন
Home Page » প্রথমপাতা » চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছড়িয়ে পড়েছে আন্দোলনবঙ্গ-নিউজ ডটকমঃ :: চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শাহবাগে অবরোধের চেষ্টা করলে শিক্ষার্র্থীদের বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। শাহবাগে অবস্থান করতে দেয়নি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। ভিসির বাসায় আক্রমণ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে ঢাকার বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়েছে। আজ সকালে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা পিছু হটে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন। সেখানে তারা নানা স্লোগান দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইটও ছুড়ছে তারা, সড়কে আগুনও জ্বালিয়েছে। অন্যদিকে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থদের উপর লাঠিচার্জ করছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। এখনও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। বিসিএসে কোটা প্রথা বাতিলের দাবিতে বুধবার শাহবাগে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পিএসসি ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পূর্ণমূল্যায়নের সিদ্ধান্ত নেয়।
জাবিতে মহাসড়ক অবরোধ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন শেষে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবরোধ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবরোধ করেছে। আজ সকাল পৌনে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় হাজার খানেক শিক্ষার্থী। সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে তাদের অবস্থানের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০৫:২২ ৪৬১ বার পঠিত