শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ায় অন্যের ফেসবুকে ‘লাইক’ দেখাদেখি বন্ধ

Home Page » প্রথমপাতা » অস্ট্রেলিয়ায় অন্যের ফেসবুকে ‘লাইক’ দেখাদেখি বন্ধ
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিকজঃ বিশ্বজুড়ে অন্যের অ্যাকাউন্টের পোস্টের ‘লাইক’ দেখা এবং তা গণনা করার সুযোগ থেকে ‘বঞ্চিত’ হতে যাচ্ছেন ফেসবুক ব্যবহাকারীর। এরই প্রথম পদক্ষেপ চালু হলো অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলিয়ার ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে আর অন্যের অ্যাকাউন্টের পোস্টে ‘লাইক’ সংখ্যা এবং কারা তাতে ‘লাইক’ দিয়েছেন তা দেখতে পারবেন না।

শুক্রবার থেকে ওই দেশের ফেসবুক ব্যবহাকারীদের জন্য এই পদ্ধতি কার্যকর হচ্ছে বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে।

গত জুলাইয়ে বেশ কয়েকটি দেশে ফেসবুকের সহপ্রতিষ্ঠান ইনস্টাগ্রামে এই ‘লাইক’ না দেখানোর বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্য থেকে সামাজিক ‘চাপ’ দূর করতে এবার ফেসবুকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, অন্যের অ্যাকাউন্টের ‘লাইক’ গণনা করা না গেলেও নিজের অ্যাকাউন্টের লাইক গণণা ও তা দেখতে পাবেন প্রত্যেকেই।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে ফেসবুকের মুথপাত্র মিয়া গারলিক বলেন, সমতার প্রশ্নে এমন সিদ্ধান্ত এসেছে। সংখ্যার চেয়ে মানের ওপর যাতে ফেসবুক ব্যবহারকীরা গুরুত্ব দিতে পারেন এ জন্যই এই পরিবর্তন।

তিনি জানান, মানুষ এখন মানসম্মত কনটেন্ট ও লাইক গোনার বদলে মানসম্মত যোগাযোগে আগ্রহী হবে।

বাংলাদেশ সময়: ১১:২৪:৩৯   ৬৩৫ বার পঠিত   #  #  #  #