বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

খুলনায় বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা

Home Page » প্রথমপাতা » খুলনায় বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে খুলনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার সকালে খুলনার মহানগর হাকিম শাহীদুল ইসলাম শুনানি শেষে মামলার আবেদন গ্রহণ করেন এবং তা তদন্তের জন্য খুলনা সদর থানার ওসিকে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে গত ২৩ সেপ্টেম্বর দুদুর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনার বিদায় হবে। সে কারণে তিনি মামলা দায়েরের আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪৮   ৫৬০ বার পঠিত   #  #  #