বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
‘দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
Home Page » প্রথমপাতা » ‘দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
বঙ্গ-নিউজঃ সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু ঢাকাতেই এই অভিযান সীমাবদ্ধ নয়।
বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন
ওবায়দুল কাদের বলেন, যাদের ধরা হচ্ছে তারা সত্যিকারের অপকর্মকারী। অপকর্মকারীরাই অভিযানের মূল টার্গেট। শুধু ঢাকাতেই এই অভিযান সীমাবদ্ধ নয়। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া- সারা বাংলায় যত দুর্নীতিবাজ আছে, মাদক ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে।
তিনি বলেন, ‘শুরু হয়েছে শেখ হাসিনার অ্যাকশন। যতদিন মাদক, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করতে না পারব, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে চুনোপুঁটি আর রাঘববোয়ালের প্রশ্ন নয়। অনেককে দেখতে চুনোপুঁটি কিন্তু তারা কাজ করে রাঘববোয়ালের মতো। আবার অনেকে দেখতে রাঘববোয়ালের মতো মনে হলেও দেখা যাবে সে হয়তো দুর্নীতি কিংবা অপরাধের সঙ্গে জড়িত নয়। অপরাধী যত বড় আর যত ছোট হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’
বাংলাদেশ সময়: ১৭:৩৭:১৩ ৬৫২ বার পঠিত # #দুর্নীতি #পরিবহন ও সেতুমন্ত্রী