বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
বিয়ের আগে যৌনসম্পর্ক নিষিদ্ধের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
Home Page » জাতীয় » বিয়ের আগে যৌনসম্পর্ক নিষিদ্ধের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বঙ্গ-নিউজঃ ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌন সম্পর্ককে নিষিদ্ধ করতে নতুন একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। দেশটির জাকার্তায় সংসদের সামনে ছাড়াও অন্যান্য শহরেও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
বিবিসির খবর, ওই আইন অনুযায়ী অধিকাংশ গর্ভপাত অপরাধ হিসেব চিহ্নিত হবে এবং প্রেসিডেন্টকে অবমাননাও অবৈধ হিসেবে বিবেচিত হবে। প্রস্তাবিত বিলটি পাস হতে দেরি হলেও বিক্ষোভকারীরা মনে করছেন শেষ পর্যন্ত সংসদে বিলটি অনুমোদিত হতে পারে।
বিতর্কিত বিলটির প্রস্তাবিত নতুন আইনে কী রয়েছে?
১. বিয়ের আগে যৌন সম্পর্ক অপরাধ এবং দোষী প্রমাণিত হলে শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
২. বিয়ে ছাড়া একসাথে বসবাস করলে সর্বোচ্চ ছয় মাসের জেল।
৩. প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের মত প্রতীক অবমাননা অবৈধ হিসেবে বিবেচিত হবে।
৪. চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা ধর্ষণের পরিস্থিতি না হলে গর্ভপাতের শাস্তি সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড।
প্রাথমিকভাবে মঙ্গলবার সংসদে এই বিলটির বিষয়ে ভোট হওয়ার কথা ছিল - তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার পর্যন্ত ভোট স্থগিত করেন। তিনি বলেছেন, নতুন আইন বাস্তবায়নের আগে আরো বিবেচনা প্রয়োজন। এরই মধ্যে দেশটিতে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যেখানে অংশগ্রহণকারী অধিকাংশই ছিল ছাত্র।
বাংলাদেশ সময়: ১০:৫৯:২৩ ৫৯০ বার পঠিত # #ইন্দোনেশিয়ায় #বিক্ষোভ #যৌনসম্পর্ক