বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
Home Page » জাতীয় » রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বঙ্গ-নিউজ; রাজধানীর হাতিরপুলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুসান মিত্র (৩৫) নামের কথিত ছিনতাইকারী নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হাসান (৩০) নামের এক ব্যক্তি।
এ অভিযান পরিচালনাকারী র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকীসহ র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন ফারুকী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুই র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন বলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাবের দাবি, রাত সাড়ে ১১টা থেকে নিউমার্কেট, সায়েন্সল্যাবরেটরি এলাকা থেকে এই দুই ছিনতাইকারীকে ধাওয়া করে হাতিরপুল এলাকায় নাহার প্লাজার সামনে পাকড়াও করা হয়।
এসময় ছিনতাইকারীরা প্রতিহত করলে গুলি ছুঁড়ে র্যাব। র্যাবের গুলিতে ঘটনাস্থলে সুসান মিত্র নিহত হন।
নিহত ব্যক্তি ছিনতাইকারীদের অন্যতম সদস্য বলে দাবি করেছে র্যাব। যদিও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা- প্রাথমিকভাবে তা জানাতে পারেনি সংস্থাটি।
বাংলাদেশ সময়: ৯:১৬:৪৯ ৫৫৮ বার পঠিত #নিহত #রাজধানী #র্যাব #‘বন্দুকযুদ্ধ