মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
যশোরে বাস চাপায় শিশুসহ ২ জন নিহত
Home Page » প্রথমপাতা » যশোরে বাস চাপায় শিশুসহ ২ জন নিহতবঙ্গ-নিউজঃ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় বাস চাপায় শিশুসহ ২ জন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার সকালে ওই সড়কের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- তরিকুল ইসলাম (২৩) ও পথচারী শিশু তৈয়বা খাতুন (৮)। তরিকুল ইসলাম উপজেলার বেলের বটতলা গ্রামের আলম হোসেনের ছেলে ও তৈয়বা মল্লিাকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। তরিকুল পেশায় কাঠমিস্ত্রি ও তৈয়বা স্থানীয় একটি মক্তবের শিশু শ্রেণির ছাত্রী।
নাভারণ হাইওয়ে পু্লিশের উপ-পরিদর্শক টিটো কুমার নাথ জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী তরিকুল ইসলাম ও পথচারী শিশু তৈয়বা খাতুন বাসের নিচে চাপা পড়ে মারা যায়। পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৫:০০:৫৮ ৬৮২ বার পঠিত #বাস #যশোর #সড়ক দুর্ঘটনা