মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ-আফগানিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচের টিকেটের সর্বোচ্চ মূল্য ২ হাজার

Home Page » ক্রিকেট » বাংলাদেশ-আফগানিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচের টিকেটের সর্বোচ্চ মূল্য ২ হাজার
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

 বঙ্গ-নিউজঃ  বাংলাদেশ-আফগানিস্তানের  টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল উপভোগে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। গ্যালারিতে বসে খেলা উপভোগের জন্য গতরাত থেকেই বিসিবি নির্ধারিত বুথে দাঁড়িয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

সোমবার রাত থেকেই বিসিবির নির্ধারিত বুথ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দর্শকদের লম্বা ভিড় লক্ষণীয় ছিল। টিকিট প্রত্যাশীদের ভিড় সামলাতে অনেক বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। অনেকের বিরুদ্ধে টিকিট কালো বাজারীর অভিযোগ উঠে। বুথে সকালে জনপ্রতি দুটি করে টিকিট দেয়া হলেও বেলা ১১টার একটি করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে বুথের বিরুদ্ধে।

এছাড়াও, কেন একটা বুথে টিকিট বিক্রয় হবে এমন প্রশ্ন করেছেন টাইগার সমর্থকরা। মিরপুর স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় ২৫ হাজার হলেও, ঠিক কতোগুলো টিকিট দর্শকদের জন্য ছাড়া হয়েছে, এ ব্যাপারে বুথে জানতে চাইলে তারা গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেছেন। বাংলাদেশ-আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য বিসিবি হসপিটালিটি বক্স ২ হাজার টাকা আর সর্বনিম্ন মূল্য ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১:৪৩:০৬   ৬৩০ বার পঠিত   #  #  #  #