রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
মতিঝিলের ৪ ক্লাবে অভিযানে ক্যাসিনো সামগ্রি উদ্ধার
Home Page » আজকের সকল পত্রিকা » মতিঝিলের ৪ ক্লাবে অভিযানে ক্যাসিনো সামগ্রি উদ্ধার
বঙ্গ-নিউজঃ রাজধানী মতিঝিলের চার ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলো হলো-আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। বিকাল ৩টা ২০ মিনিটে অভিযান শুরু হয়েছে। অভিযানে ক্লাবগুলো থেকে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে নগদ অর্থ ও মাদক। অভিযান চালানো ক্লাবগুলো হলো- মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া চক্র, দিলকুশা স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, চারটি ক্লাব থেকেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখন মালামালের তালিকা করা হচ্ছে। অভিযানে কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪৯ ৭৭৬ বার পঠিত #অভিজান #ক্যাসিনো সামগ্রি #ক্লাব #মতিঝিল #রাজধানী