বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
যে কারণে ই-সিগারেট নিষিদ্ধ করা হলো ভারতে
Home Page » আজকের সকল পত্রিকা » যে কারণে ই-সিগারেট নিষিদ্ধ করা হলো ভারতে
বঙ্গ-নিউজঃ ভারতে ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দেশটির মন্ত্রী পরিষদ ই-সিগারেট নিষিদ্ধ করা সংক্রান্ত আদেশে অনুমোদন দিয়েছে।
ভারতে অপ্রাপ্তবয়স্করা বিশেষত তরুণদের মাঝে ই-সিগারেটে আসক্ত হয়ে পড়ার প্রবণতা বেড়ে গেছে। এই প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতের মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী শিঘ্রই অধ্যাদেশ জারি করা হবে বলে জানা গেছে।
মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতে ই-সিগারেটের ব্যবসা, বিক্রি বা বিপণন করলে প্রথমবার অপরাধে এক বছরের জেল বা এক লাখ রূপি পর্যন্ত জরিমানা, অথবা উভয় শাস্তিই হতে পারে। দ্বিতীয়বার ওই অপরাধ করলে সাজা হতে পারে ৩ বছর জেল ও ৫ লাখ রূপি টাকা পর্যন্ত জরিমানা।
একইসঙ্গে হুক্কা বারগুলোও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ই-সিগারেটের উপরে শ্বেতপত্র প্রকাশ করে। আইসিএমআর ওই শ্বেতপত্রে তাই-সিগারেট নিষিদ্ধ করার সুপারিশ করেছিল।
এই পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে গঠিত হয় একটি কমিটি। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৭ ৬৮১ বার পঠিত #ই-সিগারেত #ভারত #ভেপিং #সিগারেট