বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯

কবিরত্ন সম্মাননা পেলেন ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল

Home Page » প্রথমপাতা » কবিরত্ন সম্মাননা পেলেন ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯



স্টাফ রিপোর্টারঃ ভারতীয় সংগঠণ “একই বৃন্তে দুটি কুসুম” কবিতা বিভাগ কর্তৃক কবিরত্ন সম্মাননা পেলেন সুনামগঞ্জের  বিশিষ্ট কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল।সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ত্ব আজ এক বার্তায় কবিকে নিশ্চিত করা হয়।বার্তায় কবিকে আগামী ৩ নভেম্বর কলকাতা ৫৫সূর্যসেন স্ট্রিট রোডে কৃষ্ণপদ ঘোষ হলে উপস্থিত থেকে কবিকে কবিরত্ন সম্মাননা গ্রহণ করার আহবান জানানো হয়।

 

জানতে চাইলে ধীরেন্দ্র কুমার দেবোনাথ শ্যামল জানান পুরস্কারের জন্য কেউ না লিখলেও পুরস্কার সম্মাননা পেলে সবাই খুশি হয়,কাজের প্রতি, দায়িত্বের প্রতি দায়িত্ববোধ বাড়ে।তেমনি আমিও খুশি হয়েছি।সকলের কাছে আশীর্বাদ/প্রার্থনা কামনা করছি  যেনো আরো নব উদ্যমে লেখা আমি চালিয়ে যেতে পারি।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৪৩   ৮৬৪ বার পঠিত