বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বের সবচেয়ে দুষিত বাতাসের তালিকায় ঢাকা সপ্তম
Home Page » প্রথমপাতা » বিশ্বের সবচেয়ে দুষিত বাতাসের তালিকায় ঢাকা সপ্তমবঙ্গ-নিউজঃ দূষণের কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের চরম অবনতি হয়েছে।
আজ বুধবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সবচেয়ে খারাপের দিক দিয়ে বিশ্বে সপ্তম অবস্থানে পৌঁছেছে ঢাকা। সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা ১৪৪ স্কোর নিয়ে এ অবস্থানে আসে, যা বাতাসের মানের দূষিত অবস্থার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত।
ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ু দূষণ চরমে উঠলেও বর্ষায়
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২০ ৪৭৫ বার পঠিত #খারাপ বাতাস #দূষণ #রাজধানী ঢাকা