মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
মোহাম্মদপুরে আল্লাহর ৯৯ নাম সংবলিত স্তম্ভ নির্মাণ সম্পূর্ণ
Home Page » আজকের সকল পত্রিকা » মোহাম্মদপুরে আল্লাহর ৯৯ নাম সংবলিত স্তম্ভ নির্মাণ সম্পূর্ণবঙ্গ-নিউজঃ রাজধানীর মোহাম্মদপুরে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত দৃষ্টিনন্দন স্তম্ভ নির্মাণ করা হয়েছে। স্তম্ভটির নাম দেয়া হয়েছে ‘দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু’। রায়েরবাজারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থান নির্মাণ করে দেয়ায় মোহাম্মদপুরবাসীর পক্ষে এই স্তম্ভটি নির্মাণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জমান রাজিব।
তারেকুজ্জমান রাজিব জানান, খুব শিগগিরই স্তম্ভটির উদ্বোধন করা হবে।
আল্লাহর নাম সম্বলিত স্তম্ভ নির্মাণকে স্বাগত জানিয়ে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে। দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি আরব দেশে সৌদি আরবের বিভিন্ন পথে পথে আল্লাহ নাম লেখা থাকে। এ থেকে মানুষের মনে আল্লাহর নাম স্মরণ হয়।
এ বিষয়ে কাউন্সিলর রাজিব বলেন, মোহাম্মদপুর ঐতিহ্যগতভাবেই একটি মুসলিম নাম। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, আমি এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে পারছি।
বাংলাদেশ সময়: ১৬:১৩:১২ ৬৩৯ বার পঠিত #গ্লোরি অব বঙ্গবন্ধু #মোহাম্মদপুর