মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯

হাওরকবি।।মাটিরপুতুল।।

Home Page » সংবাদ শিরোনাম » হাওরকবি।।মাটিরপুতুল।।
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯



মাটির পুতুল

জীবন কৃষ্ণ সরকার

যুবক যুবতী’ র রোমান্টিকতায়

আধুনিক যুগে আর কি যে চাই!

রাস্তা ঘাটে তাদের মেলা

পার্ক বিদ্যাপিঠ কি গাছতলা!

কথাই তাদের কর্ম যখন

মোবাইল হলো আসল ‘ফ্যাশন’

তাই দেখে আজ ভাবছি শিমুল

আমিই কেবল মাটির পুতুল।


গল্প কথায় তাদের হাসি

জুসের সাথে জমছে বেশি

বাপ বেচারার শান্তনা হায়!

আমার সন্তান ইস্কুলে যায়।

মাস পরে পরীক্ষা যখন

নকল করাও তাদের ফ্যাশন

তাই দেখে আজ ভাবছি শিমুল

আমিই কেবল মাটির পুতুল।


বিদ্যাপিঠে স্যারের ক্লাসে

কি মনোরম মোবাইল বাজে!

বল্লে কিছু স্যার মহোদয়

“আই অ্যাম স্যরি ” বললেই তো হয়!

স্যার বেচারা অবাক মানুষ

বুঝে না সে তাদের হাউস

তাই দেখে আজ ভাবছি শিমুল

আমিই কেবল মাটির পুতুল।

বাংলাদেশ সময়: ১৩:০৬:১০   ৬০৯ বার পঠিত