সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ডেঙ্গুর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার রোগী

Home Page » প্রথমপাতা » ডেঙ্গুর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার রোগী
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ গত জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৯ হাজার ১২৯ জন। অপরদিকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের ইউনিট গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৬৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৫০৭ জন।বাসস

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩১   ৬৫৫ বার পঠিত   #  #  #  #