সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
সিনিয়র সচিব হলেন ৪ নতুন কর্মকর্তা
Home Page » জাতীয় » সিনিয়র সচিব হলেন ৪ নতুন কর্মকর্তা
বঙ্গ-নিউজঃ চার সচিবকে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
সিনিয়র সচিব পদে নিয়োগপ্রাপ্তরা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এন এম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের মো. আলমগীর ও জননিরাপত্তা বিভাগের মোস্তফা কামাল উদ্দীন।
সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৮:৫৩ ৯৮৭ বার পঠিত #সরকার #সিনিয়র সচিব