সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

“অনলাইন প্রতারক কাশেম হাতিয়ে নিচ্ছে মানুষের টাকা”

Home Page » বিবিধ » “অনলাইন প্রতারক কাশেম হাতিয়ে নিচ্ছে মানুষের টাকা”
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯



বঙ্গ-নিউজঃপ্রতারকের চক্র দিনদিন বেড়েই চলেছে।

প্রতারক কাশেম

অনলাইনের নামে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন নামের নতুন খোলা ইউটিউব চ্যানেল গুলো।

ডলার দেওয়ার নাম করে সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে হাজার হাজার টাকা লুফে নিচ্ছে একটা চক্র।

কাশেম নামের এই ছেলেটি ও এমন বড় একটা চক্রের সাথে জড়িত বলে জানান আমাদের সংবাদদাতা।

কাশেমের এই কর্মকান্ডের ইনভেস্টিগেশন চলছে।

কাশেমের প্রতি রুদ্ধ হয়ে যারা প্রতারিত হয়েছেন এ পর্যন্ত তাদের মধ্যে একজন বলেন………

বাংলাদেশের অনলাইনে একবিশাল প্রতারক চক্র গড়ে উঠে।অনলাইনে বাজিতে ঢুকতেছে তরুণরা।এমন রাস্তার রিকসওয়ালাও এই চক্র থেকে বাদ দেই।Bet365 আইডির মাধ্যেমে স্কিল,নেটএলার,বিটকয়েন ইত্যাদি ডলার দিয়ে বর্তমানে তরুণরা জুয়ারি হয়ে উঠেছে।তেমন অনেক প্রতারক চক্র ডলার দেবার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।এবং ডলার দেবার কথা বলে বিভিন্ন ওয়েবসাইট গড়ে তুলতেছে এবং সেখানে প্রতারকের আড্ডা খানা।তেমনি BD wallets একটি ওয়েবসাইটের নামে থানায় মামলা করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত এসআই এর সাথে কথা বলে জানতে পারলাম তদন্ত করা হচ্ছে।সঠিক প্রমাণ পেলে যেখানেই থাকুক দ্রুত গ্রেফতার করা বিচারের আওতায় আনা হবে।ওয়েবসাইটে প্রবেশ করলে জানতে পারলাম ছেলেটির নাম কাসেম তার কন্টাক নাম্বার 01315525212.আমরা কয়েকবার যোগাযোগ করতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই।

বাংলাদেশ সময়: ১১:১৭:২৬   ৫৯৭ বার পঠিত