শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
কালিয়াকৈরে বিএনপির মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » কালিয়াকৈরে বিএনপির মানববন্ধনমো:ফজলুল হক, বঙ্গ নিউজ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরে মানবন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালিয়াকৈর-ধামরাই সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহামান শেলি, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন, মোতাহার হোসেন,সোহেল রানাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে তারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ০:১৭:৪৭ ৬৩৪ বার পঠিত