রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
৭ মাসে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ২৪৬ জন
Home Page » প্রথমপাতা » ৭ মাসে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ২৪৬ জনবঙ্গ-নিউজঃ গত ৭ মাসে সারাদেশে বজ্রপাতে ২৪৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া বজ্রাঘাতে আহত হয়েছেন ৯৭ জন। নিহতদের মধ্যে ৩০ জন নারী, ৬ জন শিশু, ৮ জন কিশোর-কিশোরী রয়েছে। আজ রাজধানীর পুরানা পল্টনের রিসোর্সফুল পল্টন সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামক একটি সংগঠন এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে বজ্রপাতে নিহত হয়েছেন ১১ জন। মার্চ মাসে নিহত হয়েছেন ৫ জন। এপ্রিলে ২০ জন নিহত হয়েছেন। মে মাসে নিহত হয়েছেন ৬০ জন। জুন মাসে নিহত হয়েছেন ৬৬ জন। জুলাই মাসে নিহত হয়েছেন ৪৭ জন। এছাড়া আগস্ট মাসে বজ্রপাতে মোট ৩৭ জন নিহত হয়েছেন।
আয়োজকরা জানান, এ বছর সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলায়। এ জেলায় চলতি বছর ২২ জন নিহত হয়েছেন। ধান কাটার সময় বজ্রপাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। এরপর বেশি নিহত হয়েছে বৃষ্টি ও বজ্রপাতের সময় মাছ ধরতে গিয়ে।
সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দেশের জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকা, কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের স্ক্রল থেকে বজ্রপাতে হতাহতের সকল তথ্য সংগ্রহ করেছেন তারা।
বাংলাদেশ সময়: ১৭:৫৫:২০ ৮৫৫ বার পঠিত #দুর্ঘটনা #নিহত #বজ্রপাত #বজ্রপাতে মৃত্যু