রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
সিলেটে “হাসুস রক্তদান ইউনিট”র আত্মপ্রকাশ
Home Page » সর্বশেষ সংবাদ » সিলেটে “হাসুস রক্তদান ইউনিট”র আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশের সেবা মূলক অঙ্গ সংগঠন “ হাসুস রক্তদান ইউনিট (হারদাই),সিলেট”র আজ হাসুসের অস্থায়ী কার্যালয়ে আত্ম প্রকাশ হয়েছে। সংগঠনটি প্রাথমিক ভাবে সিলেটে অবস্থিত হাওরের সাহিত্যিকদের কল্যানে কাজ করবে।হাসুসের প্রতিষ্ঠাতা ও হারদাই সিলেটের পরিচালক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার জানান, “ হাওরের সাহিত্যিকদের কল্যানের নিমিত্তেই এই উদ্যোগ নেয়া হয়েছে।তবে সময়ের পরিবর্তনে সাধ্য সাপেক্ষে মানব কল্যানেও কাজ করবে হাসুসের এই মানব সেবা ইউনিট।”
কমিটির দায়িত্বশীলরা হলেন-
সদস্যগণঃ
পরিচালকঃ জীবন কৃষ্ণ সরকার
উপপরিচালকঃফুরকান উদ্দিন
উপপরিচালকঃস্বপন মিয়া
ব্যবস্থাপনা পরিচালকঃনীল রতন সরকার
সহকারি পরিচালকঃ মনোজিত দাস
সহকারি পরিচালকঃমিহির লাল দাস সূর্য
সহকারি পরিচালকঃ ইফতেখার মাহমুদ
নির্বাহী সদস্যঃ ফয়ছল আহমেদ
নির্বাহী সদস্যঃজুবায়ের আহমেদ
নির্বাহী সদস্যঃ রিয়াদ মাহফুজ মাছুম
নির্বাহী সদস্যঃ আমিনুল ইসলাম মাসুম
নির্বাহী সদস্যঃ আতিক হাসান আকাশ
নির্বাহী সদস্যঃ আজিজুল ইসলাম সোহাগ
বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৯ ৬১১ বার পঠিত