শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯

হাসুস’র দ্বিতীয় সাহিত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত।বিভিন্ন বিভাগে নয়জন বিজয়ী।

Home Page » সাহিত্য » হাসুস’র দ্বিতীয় সাহিত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত।বিভিন্ন বিভাগে নয়জন বিজয়ী।
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯



 স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার হাওর ভিত্তিক সাহিত্য সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ কর্তৃক হাসুসের ফেইসবুক গ্রুপে দ্বিতীয়  সাহিত্য  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ।গত বৃহষ্পতিবার থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রতিযোগিতা চলে।এতে দেশ বিদেশের  অনেক খ্যাতনামা কবিরা অংশগ্রহণ করে।

হাসুসের দ্বিতীয় সাহিত্য প্রতিযোগিতার সেরা দশ কবি ও ছড়াকারের তালিকাটি হাতে পেয়েছি।দেখে নিন ফলাফল।

সেরা দশ কবি ও ছড়াকার

১।এস ডি সুব্রত- ভালো লাগা

২।তাহমিদা হক মারজানা-অজানায় জানার বিশ্ব

৩।মোঃ সোহাগ নূর- বদলে গেছে বাংলার সেই রুপ

৪।মুহাম্মদ ইমদাদ হোসেন- আমার স্বপন

৫।মৃদুল দেবনাথ- বরাদ্দ!

৬।এ ডি দিলীপ- ভাবিয়া করিও কাজ

৭। ফয়সাল আহমেদ- স্বপ্ন

৮।জহিরুল ইসলাম- কৃষকের কান্না

৯।মোঃ সিরাজুল ইসলাম- স্মৃতি পটে থাকবে তুমি

১০।নয়ন তালুকদার- জৈষ্ঠের শেষ দিকে।

এছাড়া গল্পে অভিজিৎ রুদ্র, প্রবন্ধে ওমর ফারুকী শিপন নির্বাচিত হন।

সেরা পাঠক নির্বাচিত হন কবি গুলশান আরা রুবী ও কবি ফুরকান উদ্দিন।

জানতে চাইলে হাসুসের প্রতিষ্ঠাতা,কেন্দ্রীয় সভাপতি হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন “ তৃণমূল হাওরের সাহিত্য ভাবনাকে জাগিয়ে তুলার প্রতিজ্ঞা নিয়েছে হাসুস।আমি মনে করি আজকের মধ্য দিয়ে এর পুর্ণরুপে কার্যক্রম শুরু হলো।” এসময় তিনি তাঁর জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও হাওরের সাহিত্যের উন্নয়নের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।এ ব্যাপারের হাওরের সকল সাহিত্য প্রেমীদের সহযোগিতা কামনা করেন।এছাড়াও তিনি গ্রুপের নিম্নলিখিত এডমিনদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এডমিনরা হলেন এম রিয়াদ মাহফুজ মাছুম,জেনারুল ইসলাম, আবু তালহা বিন মনির,হাসিনা হাসি,আনোয়ারা খাতুন, জাকির হোসেন রাজু,আল আমিন আহমেদ সালমান,ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল স্যার,জহিরুল ইসলাম জহির,  উপদেষ্টা কবি গুলশান আরা রুবী।

 

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৭   ৭১৭ বার পঠিত