শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামে বাংলাদেশের পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবক আটক

Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে বাংলাদেশের পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবক আটক
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুছা ও মো. আজিজ।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে গ্রেফতার হন শফিউল হাই নামে এক রোহিঙ্গা যুবক বৃহস্পতিবার গ্রেফতার হন। গত ২৮ আগস্ট সোনা মিয়া নামের আরেক রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে এসে আটক হন এবং ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামের এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক হন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৭   ৪৭৩ বার পঠিত   #  #  #